এ বছর জেলার ১৭টি উপজেলার ৫ হাজার ৫৭৮টি প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার ১৫ লাখ ৬৪ হাজার ৭০৭ শিক্ষর্থী সকল বিষয়ে বিনা মূল্যে শতভাগ নতুন বই পাবে। বই পাওয়ার অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা আর শেষ সময়ে প্রস্তুতি সেরে নিচ্ছেন শিক্ষা অফিসগুলো।
সংশ্লিষ্টরা জানায়, আসছে ১ জানুয়ারি কুমিল্লার প্রায় সাড়ে ৪ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ৭ লাখ ৭১ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেয়া হবে। অপরদিকে মাধ্যমিক, ভোকেশনাল, ইবতেদায়ি ও দাখিল স্তরের ১ হাজার ১৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ লাখ ৯৩ হাজার শিক্ষার্থী নতুন বই পাবে।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা জানান, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কুমিল্লা জেলায় ১ কোটি ৪ লাখ চাহিদার বিপরীতে, বই এসেছে ১ কোটি ৪১ লাখ। এসব বই স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে বিতরণ করা হবে।
কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ জানান, উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করার লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে সকল বই বিদ্যালয়ে পৌঁছে গেছে।
কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, ‘শতভাগ বই আমরা পেয়েছি। ১ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী বই বিতরণ উৎসব উদ্বোধন করবেন। কুমিল্লায় প্রতিটি বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৭ লাখ ৯৩ হাজার শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হবে।’